রোহিত শর্মা টি-২০ তে ১২ হাজার রান পূর্ণ করা দ্বিতীয় ভারতীয়

কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার রোহিত শর্মা টি-২০ তে ১২ হাজার রান পূর্ণ করলেন। বিরাট কোহলির পর রোহিত দ্বিতীয় ভারতীয় যিনি সবচেয়ে ছোট ফর্ম্যাটে এই মাইল ফলক স্পর্শ করলেন। তিনি টি-২০ তে ১২ হাজার রানের মাইল ফলক অতিক্রমকারী মোট অষ্টম ব্যাটসম্যানও। টি-২০ তে ১২হাজার বা তার বেশি রান করা খেলোয়াড়রা হলেন :

ক্রিস গেইল – ১৪,৫৬২ রান (৪৬৩ ম্যাচ)

অ্যালেক্স হেলস – ১৩,৬১০ রান (৪৯৪ ম্যাচ)

শোয়েব মালিক – ১৩,৫৭১ রান (৫৫৭ ম্যাচ)

বিরাট কোহলি – ১৩,২০৮ রান (৪০৭ ম্যাচ)

ডেভিড ওয়ার্নার – ১৩,০১৯ রান (৪০৪ ম্যাচ)

জস বাটলার – ১২,৪৬৯ রান (৪৪২ ম্যাচ)

রোহিত শর্মা – ১২,০১৩ রান (৪৫৬ ম্যাচ)