জম্মু ও কাশ্মীরের মানুষ শান্তির শত্রু নয় : ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ওম আব্দুল্লাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরের মানুষ শান্তির শত্রু নয়। তাঁরা শান্তি চায়। এটা আমাদের ইচ্ছায় হয়নি।”

ওম আব্দুল্লাহ বৃহস্পতিবার বলেছেন, “শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমি জম্মু ও কাশ্মীরের জনগণকে এই হামলার বিরুদ্ধে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই। আমি দেশের জনগণকে অনুরোধ করছি, কাশ্মীরিদের শত্রু না মনে করার জন্য। এটা আমাদের দোষ নয়। এই সব পাকিস্তানের দ্বারা করা হয়েছে। কাশ্মীরিরাও ৩৫ বছর ধরে এসব সহ্য করে আসছে, এমন খবর শোনা যাচ্ছে যে, অন্যান্য রাজ্যে আমাদের শিশুদের নিশানা করা হচ্ছে।”