নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ হতবাক ও আতঙ্কিত। সন্ত্রাসীরা তাঁদের প্যান্ট খুলে ফেলতে বাধ্য করে, কলমা পড়তে বলে এবং অমুসলিম হিসেবে তাঁদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। সন্ত্রাসবাদের স্লিপার সেলগুলি এখনও সক্রিয় রয়েছে।”
উল্লেখ্য, প্রায় দু’দশকের ব্যবধানে কাশ্মীর উপত্যকার এত বড় হামলার শিকার হলেন পর্যটকেরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। পর্যটকরা হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে হত্যা করে জঙ্গিরা।

