বিলোনিয়ায় বড়সড় দুর্ঘটনা: রিকশার উপর ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটি, অল্পের জন্য রক্ষা স্কুলছাত্র ও চালক

বিলোনিয়া, ২৩ এপ্রিল :
বুধবার দুপুরে বিলোনিয়া গিরিধারী টিলা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত একটি রিকশার উপর হঠাৎ করেই ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান রিকশাচালক সুমন ও তার রিকশায় থাকা আনন্দমার্গ স্কুলের এক ছাত্র। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরেই খুঁটির নির্মাণকাজে গাফিলতি করে আসছে এক ঠিকাদার সংস্থা। অভিযোগ, কোনোরকম মান বজায় না রেখেই বিদ্যুৎ খুঁটির পোতার কাজ চালানো হচ্ছিল। এর জেরেই বুধবার ঘটে যায় এই বিপত্তি।

ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে পড়েন স্কুলছাত্রের পরিবার ও রিকশাচালকের আত্মীয়স্বজন। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গিরিধারী এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ এবং বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে তারা দ্রুত হস্তক্ষেপ করে। অবশেষে বিদ্যুৎ নিগমের ম্যানেজার আশ্বাস দেন, গাফিলতির জন্য দায়ী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে মামলা করা হবে। এর পরই কিছুটা প্রশমিত হয় উত্তেজনা। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।