নেশা বিরোধী অভিযানে নেমে উদ্ধার প্রচুর পরিমাণে মদ, আটক এক

আগরতলা, ২৩ এপ্রিল: নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল অবৈধ মদ উদ্ধার করে। বাজেয়াপ্ত মদের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা হবে বলে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। সাথে বাড়ির মালিককে আটক কটা হয়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাণা চ্যাটার্জি জানান, বেশ কিছুদিন ধরে মধ্য ডুকলি এলাকার বাসিন্দা সুকুমার পাল অবৈধভাবে মদ বিক্রি করছে বলে অভিযোগ আসছিল। ওই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ১১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। সাথে বাড়িট মালিক সুকুমার পালকে ও আটক করা হয়েছে।