আগরতলা, ২৩ এপ্রিল: ঊনকোটি জেলার অধীনে থাকা কৈলাসহর পুর পরিসদ এবং কুমারঘাট পুর পরিসদ এই দুই পুর পরিসদের চেয়ারম্যানকে সাথে নিয়ে জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমা বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, কৈলাসহর পুর পরিসদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, কুমারঘাট পুর পরিসদের চেয়ারম্যান যদু দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমাশাসক এন.এস চাকমা, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, ডেপুটি মেজিস্ট্রেট বিশ্বজিত দাস, হেমন্ত ধর সহ আরও অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে জেলাশাসক দিলিপ কুমার চাকমা বলেন, প্রথমে জেলাশাসক অফিসের কনফারেন্স হলঘরে এক বৈঠক অনুস্টিত হয়। বৈঠক শেষে সকল আধিকারিকরা পরিত্যক্ত সোনামুখি চা বাগানে অবস্থিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে গিয়ে সমস্ত খুটিনাটি সম্পর্কে অবগত হন। কৈলাসহর এবং কুমারঘাট এই দুই পুর
পরিসদ এলাকার সমস্ত বর্জ্য এই কেন্দ্রে এনে বর্জ্য গুলো আলাদা আলাদা করে সম্পুর্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পৃথকীকরণ খুব শীঘ্রই শুরু হবে।
তিনি আরও বলেন, এরজন্য পৃথকীকরণের জন্য বড় বড় অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই প্রতিস্থাপন করা হবে।বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের ভিতরে কোথায় কিভাবে মেশিন গুলো বসানো হবে সেগুলো বাস্তবায়নের জন্যই মূলত পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে দুই পুর পরিসদের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

