আগরতলা, ২২ এপ্রিল :
স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ জোরকদমে চলছে। সম্প্রতি বর্ষার সময় বনমালীপুরের কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ার প্রেক্ষিতে আজ সেই এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনের পর মেয়র জানান, আগরতলা শহরকে জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুর নিগম, স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে শহরের খোলা ড্রেনগুলিকে কভার ড্রেনে রূপান্তর করার মাধ্যমে বর্ষার সময় জল বের করার পথ নিশ্চিত করা হচ্ছে।
মেয়র বলেন, “আগরতলার নাগরিকদের স্বস্তি দিতে এবং জলাবদ্ধতা রোধ করতে এই প্রকল্প খুবই জরুরি। বনমালীপুর এলাকাসহ যেখানে এখনও ড্রেন ঢাকার কাজ শেষ হয়নি, সেখানে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই উন্নয়নমুখী কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা চাই সকলে এই প্রকল্পের সাফল্যে অংশীদার হোন।”
পুর কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, জলাবদ্ধতা রোধে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে।
এদিন বনমালীপুর এলাকার বিভিন্ন পয়েন্টে কভার ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন তাঁরা এবং ঠিকাদার ও প্রকৌশল বিভাগের সঙ্গে সরাসরি কথা বলে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
স্মার্ট সিটির এই উদ্যোগ সফল হলে আগরতলার নাগরিকরা বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে স্বস্তি পাবেন বলে আশা করছেন সকলে।

