(আপডেট) নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে গাড়ি, একই পরিবারের ৮ জনের মৃত্যু

দামোহ, ২২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো গাড়ি। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত কমপক্ষে ১২। তার মধ্যে ৫ জন গুরুতর আহত, তাদের দামোহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত পাঁচজনকে দামোহ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জবলপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গ্রিন করিডর তৈরি করে তাকে দামোহ থেকে জবলপুরে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যপ্রদেশের নওহাটা থানা এলাকার মহাদেব ঘাট সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তারা জগেশ্বর ধাম দর্শন করে বান্দকপুর থেকে ফিরছিল। ঘটনাস্থলেই ৪ জন মহিলা ও দুজন নাবালিকার মৃত্যু হয়। পরে আরও দুজনের।