নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সোমবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভান্সকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সেখান থেকে তাঁরা যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।
ভান্সের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স এবং তিন শিশুসন্তান— ইওয়ান, বিবেক ও মিরাবেল। সকলের পোশাক ছিল ভারতীয়। অক্ষরধাম মন্দিরের মুখপাত্র রাধিকা শুক্লা বলেছেন, “তাঁদের অবিস্মরণীয় স্মৃতি চিরকাল ধরে রাখার জন্য একটি স্মারক উপহার দেওয়া হয়েছে। যখন তিনি অক্ষরধাম মন্দিরে দর্শন করছিলেন, তখন তিনি এখানকার শিল্পকর্ম, এখানে প্রদত্ত বার্তা এবং এখানকার সাংস্কৃতিক খোদাই সত্যিই পছন্দ করেছিলেন। তাঁর সন্তানরাও অনেক উপভোগ করেছিল। তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুভব করেছিল।”

