পশ্চিম চম্পারণ, ২০ এপ্রিল (হি.স.): বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়া পুলিশ লাইনে, একজন কনস্টেবল তার সার্ভিস রাইফেল (এসএলআর) থেকে আরেকজন কনস্টেবলকে গুলি করে খুন করেছে। ঘটনাটি ঘটে ১৯ এপ্রিল (শনিবার) রাত ১০:২০ মিনিট নাগাদ। মৃত কনস্টেবলের নাম – সোনু কুমার।
সদরের এসডিপিও বিবেক দীপ বলেছেন, “উভয়েই একসঙ্গে কাজ করতেন এবং সম্প্রতি দু’জনেই এখানে বদলি হয়েছেন। কনস্টেবল সর্বজিৎ কুমার জানিয়েছেন, পারিবারিক কিছু সমস্যা ছিল এবং (মৃত কনস্টেবল সোনু কুমারের সঙ্গে) ঝগড়ার সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোট ১১টি গুলির খোল এবং ১টি তাজা গুলি উদ্ধার করেছে।”

