আগরতলা রেলস্টেশন থেকে আটক ৩ বাংলাদেশি নাগরিক

আগরতলা, ২০ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন এলাকা থেকে শনিবার বিকেলে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করল নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা ও দুই যুবক। অভিযোগ, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে উপস্থিত হয়।

এদিন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ দল। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মহিলা অভিযুক্ত কামরুন নেসা কলকাতা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং অপর দুই যুবক— মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ নুর হোসেন কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার ছক কষেছিল।

জিআরপি থানার পুলিশ টিম তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে এবং পরবর্তীতে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, ধৃতদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।

এ বিষয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।