বিলোনিয়া, ১৯ এপ্রিল: বাংলাদেশের উচু বাঁধ নির্মাণের ফলে বর্ষার জলে বানভাসি হবে বিলোনিয়ার চারটি গ্রাম পঞ্চায়েতের ৫ শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, বাংলাদেশ অনৈতিকভাবে উচু বাঁধ নির্মাণ করেছে। তাতে ভারী বৃষ্টিপাতে বিলোনিয়ায় ভয়াবহ পরিনতির আশঙ্কা রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বর্ষার জলে বানভাসি হবে বিলোনিয়া শহরের সংলগ্ন মুহুরি নদীর উত্তর পাড়ে নেতাজি সুভাষ চন্দ্র নগর এবং ঈশান চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৫ শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। কারণ উত্তর বিলোনিয়া, বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও ৫০ গজ আবার কোথাও ১০ গজেরও কম এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করছে। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে। হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা।
প্রসঙ্গত, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে। বাংলাদেশের ওই বাঁধ নিয়ে সীমান্তে উত্তেজনা রয়েছে। এলাকাবাসী এবিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কারণ ইতিমধ্যে বর্ষা শুরু হয়ে গেছে।
এলাকাবাসী আরও জানিয়েছেন, বাংলাদেশ প্রতিদিন ১০ থেকে ১২ টি ড্রজার নিয়ে দিন-রাত বাঁধ তৈরির কাজ করে চলছে। এই এলাকার জনগণের দাবি, বাংলাদেশ হয় বাঁধ তুলে দিক না হয় জল নিষ্কাশনের রাস্তা রাখুক।

