শিখ গুরু তেগ বাহাদুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা অমিত শাহের

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): শিখ গুরু তেগ বাহাদুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন অমিত শাহ। তিনি শুক্রবার জানান, শ্রী গুরু তেগ বাহাদুর জি শিখ ধর্মের নবম গুরু হিসাবে অধার্মিকতা, অবিচার এবং অত্যাচারের বিরুদ্ধে সমাজকে সচেতন করে শিখ ধর্মকে আত্ম-সংস্কৃতি রক্ষার সমার্থক করে তোলেন। আজ তাঁর জন্মদিনে, আমি তাঁকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই।

কট্টরপন্থী হানাদারদের মোকাবিলায় নিজের সংস্কৃতি ও আত্মমর্যাদার জন্য অটল থাকা গুরুর আত্মত্যাগ অনন্তকাল ধরে মানব সমাজকে তাদের ধর্ম রক্ষায় অনুপ্রাণিত করবে।