শান্তি ও ঐক্যের কামনা করে গুড ফ্রাইডের শুভকামনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): গুড ফ্রাইডে উপলক্ষ্যে শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তি ও ঐক্যের কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “গুড ফ্রাইডেতে আমরা যীশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করি। এই দিনটি আমাদের দয়া, করুণার পাশাপাশি সর্বদা উদার হৃদয়ের হতে অনুপ্রাণিত করে। শান্তি এবং ঐক্যের চেতনা সর্বদা বিরাজমান থাকুক।”

মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। দিনটি ছিল এক শুক্রবার। কিন্তু যে দিনটির সঙ্গে এমন বেদনাদায়ক ইতিহাস সেই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করা হয়। যিশুর আত্মবলিদানকেই এই দিনে স্মরণ করা হয়। মনে করা হয়, পবিত্র শুক্রবারের দিনটি তিনি সত্যের জয়ের বাণী প্রচার করেছিলেন।