নয়াদিল্লি, ১৮ এপ্রিল: আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।
এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, সাক্ষাৎকার কালে রাজ্যে বিভিন্ন বিভাগে সুপার স্পেশালিটি পরিষেবার উন্নতি সহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।

