সেরাইকেলা, ১৮ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের সেরাইকেলা জেলাতে এক খুনের ঘটনায় পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশের উচ্চ পদস্থ এক আধিকারিক জানান , ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল গভীর রাতে। তাজনগরের মহম্মদ হুসেন নামে এক ব্যক্তিকে পাথর ও ইঁট দিয়ে পিটিয়ে খুন করা হয়।
মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতে মো.সলাউদ্দিন, মো. আবদুল আনসারি এবং মো. কালীমকে গ্রেফতার করা হয়। খুনে ব্যবহৃত পাথর, ইঁট ও নিহতের ভাঙা ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩ জনের কাছ থেকে আরও ৩ টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

