আগরতলা, ১৭ এপ্রিল : কলমচৌড়া থানার ভেলুয়ারচর এলাকায় নিয়মিত নেশার আসর বসার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার যুবক রিপন মিয়ার বাড়িতে প্রতিনিয়ত চলত মাদক সেবনের আসর। বহুবার এলাকাবাসী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে তারা বৃহস্পতিবার রিপনের বাড়ি ঘেরাও করে থানায় খবর দেন।
খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ও টিএসআরের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় ভাতের হাঁড়ির ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়। এরপর উত্তেজিত জনতা রিপনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই পুলিশ হস্তক্ষেপ করে এবং যুবককে গণপিটুনির হাত থেকে রক্ষা করে।
পরে রিপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে অঞ্চলে উত্তেজনা প্রশমিত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মতে, এমন অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক বিরোধী মনোভাব আরও শক্তিশালী হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

