বিরোধীরা ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে : সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ এপ্রিল: বিরোধীরা নিজেদের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালায় এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে মুসলিম সমাজে সচেতনতা আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে আজ শহর আগরতলা স্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, সাংসদ বিপ্লব কুমার দেব, সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সবসময়ই তৃনমূল কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস দেশের ভোটব্যাঙ্ক পলিসির উপর বিশ্বাসী। তাঁরা কখনো দেশের কৃষ্টি সংস্কৃতি পরম্পরার উপর বিশ্বাসী নয়। ওয়াকফ (সংশোধনী) আইন গরিব মুসলমানদের সুবিধার জন্য করা হয়েছে।

এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, ১৯৯৫ সালে তৈরি ওয়াকফ আইনের দূর্বলতার দরুন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরীব মুসলমানরা। একই সাথে কতিপয় নেতা কর্তৃক ওয়াকফ সম্পত্তির অপব্যবহার , ৪০ নং ধারার অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরো অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী ২০২৫। আজ এই সংশোধিত আইন নিয়ে মুসলমান সমাজের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত জনজাগরন অভিযান করা হয়েছে।