রাজধর্ম পালন করেন না মমতা বন্দ্যোপাধ্যায় : গিরিরাজ সিং

পাটনা, ১৭ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ‘রাজধর্ম’ পালন করেননি। তাঁর আশ্রয়ে হিংসা চলছে এবং হত্যার যুগ চলছে।”

বৃহস্পতিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “তারা ‘ডিভাইড এন্ড রুলে’-এ বিশ্বাস করে এবং সমগ্র জনগণকে কেবল ভোটব্যাঙ্কের রাজনীতির চশমা দিয়ে দেখে, শুধুমাত্র মুসলিমদের উপর দৃষ্টি নিবদ্ধ করে।”