শ্রীভূমি (অসম) ১৭ এপ্রিল (হি.স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী শনি ও রবিবার অর্থাৎ ১৯ ও ২০ এপ্রিল শ্রীভূমি জেলার ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হবে। দুদিনই দুই শিফ্টে প্রশিক্ষণ সম্পন্ন হবে। প্রথম শিফ্টে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফ্টে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০মিনিট থেকে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত। প্রথম শিফ্টে প্রশিক্ষণ হবে প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের। আর দ্বিতীয় শিফ্টে প্রশিক্ষণ হবে সেকেন্ড ও থার্ড পোলিও অফিসারদের। ওই দুদিন শ্রীভূমি রাজস্ব চক্রের রবীন্দ্রসদন গার্লস কলেজের চারটি কক্ষে, গভর্নমেন্ট হায়ার সেকন্ডারি স্কুলের চারটি কক্ষে, এমএমএমসি গার্লস হায়ার সেকন্ডারি স্কুলের চারটি কক্ষে ও পাবলিক হায়ার সেকন্ডারি স্কুলের চারটি কক্ষে প্রশিক্ষণপর্ব সম্পন্ন হবে৷ পাশাপাশি একই সময়কালে নিলামবাজার রাজস্ব চক্রের নিলামবাজার কলেজের পাঁচটি কক্ষে ও জাফরগড় এক্সটেনডেড হায়ার সেকন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে, পাথারকান্দি রাজস্ব চক্রের মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে ও প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের চারটি কক্ষে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে ও রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে প্রশিক্ষণপর্ব অনুষ্ঠিত হবে। এতে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থেকে সকল প্রিসাইডিং অফিসার সহ, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের পার্সনেল সেল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
2025-04-17

