আগরতলা, ১৬ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করছে। পাশাপাশি, বিজেপি সরকার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই প্রতিবাদে আজ ইডি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে প্রদেশ কংগ্রেস। ওই বিক্ষোভকে ঘিরে পুলিশ এবং কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গভীরভাবে বিজেপি সরকার কংগ্রস এবং দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। সর্বভারতীয় কংগ্রেসকে জনসম্মুখে ভুল প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করছে। এই ইডির অপব্যবহারের মাধ্যমে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা করেছে। আসলে জনসাধারণের বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে বিজেপি সরকার এই ষড়যন্ত্র করছে।
এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সংসদের বাইরে এবং ভিতরে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে জনগনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তাতেই বিজেপি সরকার সর্বভারতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একের পর এক গভীর ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হচ্ছে। এরই বিরুদ্ধে আজ ত্রিপুরার সব জেলায় বিক্ষোভে সামিল হয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন তিনি আরও বলেন, মোদি সরকার অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। সামনের দিনের জন্য আপনারও প্রস্তুত থাকুন। যে কাঠ পুতুলের মত ভূমিকা ইডি করে যাচ্ছে সেটা যাতে মনে রাখে। প্রত্যেকদিন সর্বভারতীয় স্তর থেকে বুথ স্তরে একটি ডাইরিতে সবকিছু লিখে রাখা হচ্ছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দেওয়া শিক্ষা কয়েকগুণ বৃদ্ধি করে প্রয়োগ করা হবে।

