এশিয়ান অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় ৫০০০ মিটারে রুপো জিতেছেন নীতিন গুপ্তা

নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : বুধবার সৌদি আরবের দাম্মামে ষষ্ঠ এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ভারতের নীতিন গুপ্ত রৌপ্য পদক জিতেছেন।

নীতিন ২০:২১.৫১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন, অন্যদিকে চীনের ঝু নিংহাও ২০:২১.৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নেন। আর চাইনিজ তাইপের শেং কিন লো ২১:৩৭.৮৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

১৭ বছর বয়সী নীতিন গত মাসে পাটনায় জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৯:২৪.৪৮ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় নিয়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন।

বুধবার আছে ভারতীয় ক্রীড়াবিদদের ছেলে ও মেয়েদের জন্য ডিসকাস থ্রো, লং জাম্প, ১০০ মিটার এবং ৪০০ মিটার স্প্রিন্টের মতো অন্যান্য ইভেন্টেও অ্যাকশনে দেখা যাবে।