আগরতলা, ১৬ এপ্রিল : ত্রিপুরায় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে যান চালানো হচ্ছে। পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পাকিং করানো হয়। তাতে, পশ্চিম ত্রিপুরা জেলায় যান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। আজ রাজধানীর সোনার তরী গেস্ট হাউসে সড়ক সুরক্ষার বিষয়ে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গত, প্রতি তিন মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীদেব বলেন, আজকের বৈঠক মূলত দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ জেলার জন্য সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা। পাশাপাশি, এদিন সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও অধ্যয়ন করা, সড়ক নিরাপত্তা মান বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, বেআইনিভাবে যান চলাচল এবং পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোরভাবে নিয়ম লাগু হবে। তাছাড়া, জনগনের মধ্যে সড়ক সুরক্ষার সর্তকতা আনতে যুবাদের এগিয়ে আসতে হবে।