চেন্নাই, ১৫ এপ্রিল (হি.স.): ত্রিভাষা নীতি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মঙ্গলবার বিধানসভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, ত্রিভাষা নীতির নামে তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, “নিট পরীক্ষার কারণে আমরা অনেক শিক্ষার্থী হারিয়েছি। আমরা ক্রমাগত নিট পরীক্ষার বিরোধিতা করে আসছি। ত্রিভাষা নীতির নামে, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু আমরা জাতীয় শিক্ষা নীতি প্রত্যাখ্যান করেছি, তাই কেন্দ্রীয় সরকার রাজ্যকে ২৫০০ কোটি টাকা এখনও পর্যন্ত দেয়নি। এই পরিস্থিতিতে, শিক্ষাকে রাজ্য তালিকার আওতায় আনতে হবে।”
—————

