নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মজয়ন্তীতে ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লির প্রেরণা স্থলে ভারতীয় সংবিধানের প্রণেতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, বাবাসাহেব আম্বেদকরের নীতি ও আদর্শ শক্তি প্রদান করে।
প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ভারতরত্ন শ্রদ্ধেয় বাবাসাহেবকে তাঁর জন্মবার্ষিকীতে কোটি কোটি প্রণাম। তাঁর অনুপ্রেরণার কারণেই এখন দেশ সামাজিক ন্যায়বিচারের স্বপ্ন বাস্তবায়নে নিবেদিতপ্রাণভাবে নিয়োজিত। তাঁর নীতি ও আদর্শ একটি আত্মনির্ভরশীল ও বিকশিত ভারত গঠনে শক্তি ও গতি প্রদান করে।”

