অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় মহিলা হকি দলের স্কোয়াড ঘোষণা

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত ২৬ সদস্যের মহিলা হকি দল সোমবার ঘোষণা করেছে। সালিমা তেতেকে দলের অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে নবনীত কৌরকে। তাছাড়া সিনিয়র দলে ৫ জন খেলোয়াড়ের অভিষেক হচ্ছে এই সফরে। অস্ট্রেলিয়া সফর শুরু হবে ২৬ এপ্রিল, চলবে ৪ মে পর্যন্ত। পার্থ হকি স্টেডিয়ামে সব ম্যাচ হবে। ভারত এই সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ম্যাচ ও সিনিয়র অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলবে।

ঘোষিত দল:

গোলরক্ষক: সবিতা, বিচু দেবী খারিবাম

রক্ষকভাগ: জ্যোতি সিং, ঈশিকা চৌধুরী, সুশীলা চানু, সুজাতা কুজুর, সুমন দেবী থৌডাম, জ্যোতি, আজমিনা কুজুর, সাক্ষী রানা।

মিড ফিল্ড : সালিমা তেতে, বৈষ্ণবী বিঠল ফালকে, নেহা, শর্মিলা দেবী, মনীষা চৌহান, অনুসরণ, মহিমা তেতে, পূজা যাদব, লালরেমসিয়ামি।

ফরোয়ার্ড: নবনীত কৌর, দীপিকা, মমতাজ খান, বলজিৎ কৌর, দীপিকা সোরেং, বিউটি ডাংডাং।

এই ৫ জন খেলোয়াড়ের অভিষেক হতে পারে: জ্যোতি সিং,সুজাতা কুজুর,আজমিনা কুজুর,পূজা যাদব ও মহিমা তেতে।