আগরতলা, ১৪ এপ্রিল: আজ প্রদেশ কংগ্রেস ভবনে যথাযত মর্যাদায় বাবা সাহেব ডঃ ভিমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হয়েছে।উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন শ্রী সাহা বলেন, ভারতীয় সংবিধানের প্রণেতাদের মধ্যে অন্যতম ছিলেন বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর। আজীবন তিনি সমাজে পিছিয়ে পড়া বর্গদের জন্য লড়াই করেছিলেন। তাঁদের মূল স্রোতে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন। বাবা সাহেব দেশে সামাজিক ন্যায়বিচারের বিষয়টি উত্থাপন করেছিলেন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। নতুন প্রজন্মরা সকলেই তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে থাকবে।
এদিন তিনি আরও বলেন, সমাজ থেকে বৈষম্য ও অন্যায় দূরীকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাবা সাহেব তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।