বিজেপির প্রদেশ কার্যালয়ের আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

আগরতলা, ১৪ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্য কার্য কর্তারা ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন বি আর আম্বেদকরের প্রতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের সমাজের প্রতি অবদান তুলে ধরলেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। কারণ, এসসি সম্প্রদায় থেকে শুরু সমাজের প্রত্যেকের জীবনে তাঁর অবদান উল্লেখযোগ্য।