বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল : বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা নিজেদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।

গতকাল তেলিয়ামুড়ার শিববাড়ি এলাকাতে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়। একটা সময় ত্রিপুরা পুলিশে কর্মরত জনৈক কর্মী বিদ্যুতের সংস্পর্শে আসেন। এরপর সচেতন এই বিদ্যুৎকর্মী দায়িত্ব সহকারে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কর্তাদের গোটা বিষয়ে অবগত করেন এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুনয় জানান। আশ্চর্যের হলেও সত্যি অভিযোগ করার ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রম হওয়ার পর শহর উপকণ্ঠে শিববাড়ি এলাকাতে যাওয়ার সময় হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। কি কারনে দেরী হয়েছে, কি কারনে পাঁচ মিনিটের জায়গা অতিক্রম করতে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রায় ৩০ ঘন্টা সময় লেগেছে এই উত্তর দায়িত্বপালনরত কর্মীরা দিতে পারেনি।

পাশাপাশি গতকাল যে পুলিশ কর্মী বিদ্যুতের সংস্পর্শে এসে সামান্য আহত হয়েছিলেন আজ বিদ্যুৎ সমস্যা জনিত কারণে উনারই শিশুসন্তান বিদ্যুতের স্পর্শে এসে তেলিয়ামুড়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। যেভাবে বিদ্যুৎ বিভ্রাটের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ভীতির পরিবেশ এবং বিপদের পরিবেশ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত এমনটাই বলাবলি চলছে।

শিববাড়িসহ তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার বিদ্যুৎভোক্তা সহ সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কর্মীরা এই সময়ের মধ্যে দিনের পর দিন চূড়ান্ত গাফিলতির পরিচয় দিয়ে চলেছেন। নিগমের মাথায় বসে থাকা সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ দাসের ভূমিকা কে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছেন এলাকার সাধারণ নাগরিকরা। সাধারণ মানুষের অভিযোগ, বিদ্যুৎ ভোক্তাদের পরিষেবা ঠিকমতো প্রদান করার বদলে সিনিয়র ম্যানেজার বাবু তালবাহানা করেন।