আগরতলা, ১৩ এপ্রিল : রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তির স্থানে ভগবান রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
চিঠিতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে বাংলা নববর্ষ ও সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই “লজ্জাজনক ও বেদনাদায়ক” ঘটনার বিষয়ে তাঁর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। চৌধুরী জানান, কৈলাসহর মহকুমার চন্ডিপুর আর ডি ব্লকের শ্রীরামপুর ট্রাইংজাংশনে ২০১২ সালে স্থানীয় জনগণের উদ্যোগে বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পরই একদল দুষ্কৃতী মূর্তিটি ভেঙে মনু নদীতে ফেলে দেয়।
তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু, সম্প্রতি গভীর রাতে আকস্মিকভাবে ওই স্থানেই ভগবান রামের মূর্তি বসানো হয়, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
চিঠিতে বিরোধী দলনেতা বলেন, এটি শুধু স্থানীয় মানুষের আবেগের প্রতি অসম্মান নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও একপ্রকার আঘাত।
শ্রী চৌধুরী তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি যেন পুনরায় স্ব-স্থানে যথাযথ মর্যাদায় প্রতিস্থাপন করা এবং ভগবান রামের মূর্তিটি যেন উপযুক্ত ও সম্মানজনক স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় স্থানান্তর করা, এই দুটি প্রস্তাব তুলে ধরেছেন। পাশাপাশি তিনি দলমত নির্বিশেষে এবং প্রশাসনিক উদ্যোগে এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

