স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফলে কেলেঙ্কারির অভিযোগে উত্তপ্ত কাঞ্চনপুরে, তালা ঝুলিয়ে বিক্ষোভ

আগরতলা, ১২ এপ্রিল: ছাত্র ভর্তি নিয়ে তুলকালাম কাঞ্চনপুরে। একলব্য স্কুলে ছাত্র ভর্তির ঘটনাকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফলে কেলেঙ্কারি হয়েছে তা স্পষ্ট জানা গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাঞ্চনপুর রতনমনি মেমোরিয়াল আশ্রম স্কুল তথা উপজাতি কল্যা কল্যাণ দপ্তরের রেসিডেন্টাল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পরিক্ষায় বসা বহু ছাত্র ছাত্রী পরিক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে ছাত্র ছাত্রীরা আর অন্য কোন একলব্য স্কুলে ভর্তির পরিক্ষা না দেওয়ায় বিপাকে পড়েছেন ফেল করা পড়ুয়ারা। আর এনিয়ে কুমারঘাট একলব্য স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং স্বজনপোষনের অভিযোগে অভিভাবকরা শনিবার তালা ঝুলিয়ে দিল।

অভিভাবকের বক্তব্য, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত অকৃতকার্য ছাত্র ছাত্রীদের একলব্য স্কুলে ভর্তি নিতে হবে। অভিভাবকদের সেই দাবী যদি প্রশাসন না মানে তাহলে তারা আন্দোলন থেকে পিছু হটবে না।কাঞ্চনপুর রতনমনি মেমোরিয়াল আশ্রম স্কুলে শিক্ষকদের আটকে রেখে বিদ্যালয়ের মূল গেইটে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ ৫ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সাময়িক ভাবে।