বেগুসরাই, ১২ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদে হিংসা ও হিন্দুদের বাড়িতে ভাঙচুরের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, মুসলিমদের পাশাপাশি হিন্দুদের সুরক্ষা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তব্য।
শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করে গিরিরাজ সিং বলেছেন, ‘হিন্দুদের পাশাপাশি মুসলিমদেরও নিরাপত্তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদের হিংসা প্রমাণ করে, হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে পালাতে বাধ্য হচ্ছে। রাজ্য সরকারের সামনেই এটা ঘটছে এটা দুর্ভাগ্যজনক।” আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “তারা (আরজেডি) ক্ষমতায় আসার আগেই বিহারের জনগণকে ভয় দেখাতে শুরু করেছে। জনগণ তাকে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ দেবে না।”

