শনিবার রায়গড়ে সফর অমিত শাহের, প্রস্তুতি চলছে জোরকদমে

রায়গড়, ১১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার, ১২ এপ্রিল মহারাষ্ট্রের রায়গড় দুর্গ পরিদর্শন করবেন। ছত্রপতি শিবাজি মহারাজের ৩৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ১০,০০০ ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়গড় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে জোরকদমে, নিরাপত্তার জন্য ৪,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রায়গড় সফর সম্পর্কে এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং গণতন্ত্রে তিনি যে কোনও জায়গায় যেতে স্বাধীন। যদি তিনি মহারাষ্ট্রে আসেন, আমরা তাঁকে স্বাগত জানাই। অতিথিদের স্বাগত জানানো আমাদের সংস্কৃতির অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বিভিন্ন রাজ্যে যান, ঠিক তেমনই তিনি এখন আমাদের রাজ্যেও আসছেন।”