ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত ইস্যুতে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ১১ এপ্রিল: ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত ইস্যুতে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ওবিসি বিভাগ এবং এনএসইউআই ওবিসি কল্যাণ দফতরে ডেপুটেশনে মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেতা বলেন, রাজ্যের ওবিসি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সিংহভাগই স্টাইপেন্ড এবং বিভিন্ন ব্যাংক থেকে গৃহীত ঋণের উপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এবছর ২৮ মার্চ এনএসপি পোর্টালে আবেদন করার সময়সীমা অতিক্রান্ত হয়েছে। এই পোর্টালে আবেদন করার জন্য মাত্র ৫ দিন সময় সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে অনেক ছাত্রছাত্রী আবেদন পত্র পূরণ করে জমা দিতে পারেনি। বিশেষ করে দুর্বল নেট পরিষেবার কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে। ফলে ওবিসি ভুক্ত উচ্চশিক্ষায় শিক্ষারত ছাত্র-ছাত্রীরা স্টাইপেন্ড থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসইউআই যৌথভাবে আজ গোরখাবস্তিতে ওবিসি দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। তারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ওবিসি ভুক্ত প্রত্যেক ছাত্র-ছাত্রী যাতে স্টাইপেন্ড পেতে পারে সেজন্য প্রয়োজনের সময়সীমা বৃদ্ধি করে কিংবা যেসব ভুলত্রুটি রয়েছে সেগুলি সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এজন্য তাদের তরফ থেকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন স্টাইপেন্ডের টাকা না পেলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বন্ধ হয়ে পড়তে পারে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা অনুরোধ জানিয়েছেন।