আগরতলা, ১১ এপ্রিল: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ওই ঘটনা চন্ডিপুর বিধানসভার ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে চন্ডিপুর বিধানসভার ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হান্নান মিয়ার বাড়িতে ভয়াবহ আগুন লাগে। সাথে সাথে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরে থাকা দুটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এদিকে, বাড়ির রাস্তা প্রশস্ত না হওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে পারেনি। এলাকাবাসীদের সহযোগিতায় দমকলের একটি পাম্প মেশিন কাঁধে করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পাশের পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

