মির্জাপুর, ১১ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার পুলিশ শুক্রবার এক বড় সাফল্য অর্জন করেছে। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক কুখ্যাত গরু পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
অহরৌরা থানার এলাকার অন্তর্গত ফারহাদা গ্রামের নদীর তীরে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামাতে গেলে সে পুলিশের উপর গুলি চালায়। অভিযুক্ত, মহম্মদ আকরাম পুলিশের পাল্টা গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এরপর তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে পাঠানো হয়।
এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তের কাছ থেকে ৫০টি গরু ও বাছুর, একটি অবৈধ দেশি পিস্তল, দুটি খালি কার্তুজ এবং একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

