রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ

আগরতলা, ১০ এপ্রিল: রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সরব হয়েছে এসইউসিআই। আজ অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা সহ তিন দফা দাবিতে বটতলা এলাকায় বিক্ষোভে সামিল হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতা বলেন, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০-টাকা বৃদ্ধি করেছে। উজ্জ্বলা যোজনার ভোক্তাগণও এই বৃদ্ধি থেকে রহাই পায়নি। সরকার সাফাই গাইছে তেল কোম্পানীগুলির ক্ষতি পূরণ করতেই এই মূল্যবৃদ্ধি। অথচ জনগণের অজানা নয় যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক হ্রাস পেলেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়নি। তাতে তেল কোম্পানীগুলি হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা অর্জন করেছে।

এদিন তিনি আরও বলেন, পেট্রোল ডিজেলের উপর প্রতি লিটারে ২-টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে। রান্নার গ্যাস-এর এই দাম বৃদ্ধির তীব্র বিরোধীতা করছে এস ইউ সি আই (সি)। দেশের কোটি কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, স্কিম ওয়ার্কার, ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামীন শ্রমিক ও নিম্নবিত্ত সাধারণ মানুষ একদিকে রোজগারহীনতা, অন্যদিকে অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছে না। এরই প্রতিবাদে আজ আগরতলার বটতলায় এস ইউ সি আই (সি)-এর উদ্যোগে এক বিক্ষোভ সভা সংগঠিত হয়।

সংগঠনের তরফ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল, অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, পেট্রোল, ডিজেলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।