লালকেল্লা, জামা মসজিদে বোমাতঙ্ক; চাঞ্চল্য রাজধানীতে

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): আচমকাই বোমাতঙ্ক ছড়াল লালকেল্লা, জামা মসজিদের মতো দিল্লির একাধিক দর্শনীয় স্থানে। দিল্লির দমকল বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আচমকাই শোনা যায়, বোমা রাখা আছে এই দুই ঐতিহাসিক স্থাপত্যে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল।

এক দমকল আধিকারিক বলেন যে, এদিন সকাল ৯.০৩ মিনিটে ওখানে বোমা থাকার বিষয়ে ফোন আসে। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীদের পাঠিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। তবে, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।