ফের জিবিপি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল:
আবারো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় ১৫ বছরের ছাত্রের।

ঘটনার বিবরণে প্রকাশ, জ্বর নিয়ে দুদিন আগে জিবি হাসপাতালে ভর্তি হয়েছে বিলোনিয়ার অভিজিৎ দাস নামে ১৫ বছরের এক ছাত্র। জিবি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা করা হয়। রক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সবকিছু স্বাভাবিক ছিল। অভিজিৎ সুস্থ হয়ে উঠেছিল বলে, জানিয়েছেন তার মা বাবা। কিন্তু আজ সকালে হঠাৎই একটি ইনজেকশন দেওয়া হয় অভিজিৎ কে। তা ঠিক ১৫ মিনিট পর থেকেই ছটফট করতে থাকে ওই নাবালক। কিছুক্ষণের পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। চিকিৎসক নাকি জানিয়েছেন, তাকে কুকুরে কামড় দিয়েছে। এদিকে অভিজিতের পরিবারের দাবি, তাকে কোন কুকুর কামড় দেয় নি। কুকুরের কামড়ের ভয়ে অভিজিতের সম্পূর্ণ পরিবারকেও ভ্যাকসিন নিতে বলেছে ডাক্তার। তারা সেই ভ্যাকসিনও নিয়েছে।

কিন্তু কিভাবে অভিজিতের মৃত্যু হলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। চিকিৎসকরা বলছেন ময়নাতদন্ত ছাড়া তারা কিছুই বলতে পারবেন না। এদিকে অভিজিতের পরিবারের সদস্যদের দাবি সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। তার রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক ছিল। আজ সে বাড়ি ফিরে যেতে চাইছিল। তবে কি কারণে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবার পরিজনদের মধ্যেও। তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তার। ছেলের অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয় নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।