আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার : জিতেন্দ্র

আগরতলা, ৯ এপ্রিল: আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার। আজ দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে এমনটাই অভিযোগ করেন পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে। আর ত্রিপুরায় বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মত অবস্থা। শুধু যৌবনকে ধ্বংস করে দেওয়া নয় তারা রাজ্যের যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে।

তাঁর কথায়, সব মিলিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সরকার। এই যুবককে সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। তারই অঙ্গ হিসেবে আজ দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়েছে।