আগরতলা, ৮ এপ্রিল : পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে এমনিতেই মাথায় হাত মধ্যবিত্তের। অগ্নিমূল্য দুই জ্বালানি তেলের দর। এবার সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে আরও দামি হল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম। গতকাল রাত থেকে গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫০ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
ত্রিপুরায় সিলিন্ডারের দাম বেড়ে ৯২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭৮ টাকা। অর্থাৎ, দাম বাড়ল ৫০ টাকা। এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাধারণ জনগণ বলেন, এক ধাক্কায় গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় গরীব, মধ্যবিত্ত সহ সকল অংশের মানুষের প্যাকেটে প্রভাব পড়েছে।