রাজগড়, ৭ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের ব্যাবরা থানার অন্তর্গত কিলখেড়া কাছে একটি দ্রুতগামী গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্রিজলতা রাঠোরের (৪১)। আহত হন তাঁর স্বামী -ছেলে সহ আরও এক আত্মীয় । রবিবার গভীর রাতে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
2025-04-07

