রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার, প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন

আগরতলা, ৭ এপ্রিল: রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার। প্রতিনিয়ত বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডিওয়াইএফআই – টিওয়াইএফের নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলনে এক ডিওয়াইএফআই-এর কর্মী বলেন, রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার। গত সাত বছরে বিজেপি সরকারের আমলে একটি দপ্তরে নূন্যতম নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তিন বছর সময় লাগছে। এককথায়, কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। তাতে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে, ফায়ারম্যান এবং ফায়ার সার্ভিস পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দূর্ণীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *