মধ্যপ্রদেশে মৌমাছির আক্রমণে ব্যক্তির মৃত্যু

রাজগড়, ৭ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের করনবাস থানার অন্তর্গত ভিলওয়াড়িয়া গ্রামে সোমবার সকালে জল আনতে গিয়ে এক ব্যক্তি মৌমাছির আক্রমণে প্রাণ হারালেন। মৃত নাম সূর্য সোনি (৫০)। স্থানীয় হনুমান মন্দিরের কুয়ো থেকে জল আনতে গেলে হঠাৎ মৌমাছিরা কামড় বসায়।

পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে।