দলের প্রতি মানুষের আস্থা আরও মজবুত করার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ এপ্রিল :
রবিবার ছিল ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। দেশজুড়ে বিজেপি যখন দিনটি পালন করছে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, ঠিক তখনই ত্রিপুরা রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারসহ দলের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।

দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এরপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় দলের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বলেন, মানুষের আস্থা বিজেপির প্রতি ক্রমশই বাড়ছে। এই আস্থা ধরে রাখতে আমাদের তৃণমূল স্তরে আরও বেশি করে পৌঁছাতে হবে। তিনি দলীয় কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখযোগ্যভাবে, ১৯৫১ সালে শ্যামা প্রসাদ মুখার্জির হাত ধরে গঠিত হয় জনসংঘ। পরে ১৯৮০ সালে জনসংঘের কর্মকর্তারা মিলে গঠন করেন ভারতীয় জনতা পার্টি। সেই থেকে পথ চলা শুরু।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। রঞ্জিত নগরের বিভিন্ন মন্দির চত্বরে এই অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তাপস দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরেও দলীয় জেলা কার্যালয় ও ৩৫ বিলোনিয়া মন্ডলে দিনটি উদযাপন করা হয়। সেখানে পতাকা উত্তোলনের পাশাপাশি, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারি বাজপেয়ী ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজেপির এই প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং মানুষের সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *