বিলোনিয়ায় এক রাতে চার-চারটি স্থানে চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিলোনিয়া, ৫ এপ্রিল: বাংলা বছরের শেষ রাতে চুরির দাপটে কেঁপে উঠল বিলোনিয়া মহকুমার মাইছড়া অর্থাৎ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। গতকাল রাতে সাঁই বাবার মন্দির, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দুটি দোকান—এই চারটি স্থানে সংঘটিত হয় ধারাবাহিক চুরির ঘটনা।

স্থানীয়দের থেকে জানা গেছে, চোরের দল সাঁই বাবার মন্দিরের লক্ষ্মী ও গণেশ মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে গিয়ে তাতে থাকা প্রায় ৩০-৩৫ হাজার টাকা লুটে নেয়। পাশাপাশি মন্দিরের সামনে অবস্থিত কার্তিক বৈদ্যের দোকান ও অপর একটি মুদি দোকান থেকেও একইভাবে নগদ টাকা ও সামগ্রী চুরি হয়।

মনচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেও চোরেরা নিয়ে যায় বেশ কিছু আসবাবপত্র। সব মিলিয়ে নগদ অর্থ ও সামগ্রিক মূল্য প্রায় লক্ষাধিক টাকারও বেশি বলে অনুমান।

চুরির ঘটনা প্রত্যক্ষ করে শুক্রবার সকালেই এলাকাবাসী বিলোনিয়া থানায় খবর দিলে, সাব-ইন্সপেক্টর রাহুল জমাতিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এতগুলো জায়গায় এক রাতেই পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায় পুলিশের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। তবে এখনো পর্যন্ত চোর ধরাও যায়নি, উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী।

এই ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও একই এলাকায় সাঁই বাবার মন্দিরসহ একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটেছিল, যার কোনও সুরাহা হয়নি।