আগরতলা, ৪ এপ্রিল: আজ থেকে অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলা শুরু হচ্ছে। মেলার উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রহ্মকুণ্ড মেলার সাংস্কৃতিক মঞ্চের ডানদিকের সবজি বাজারে আছড়ে পড়ে বিশাল বট গাছ। তবে এতে কেউ হতাহত হননি।
প্রসঙ্গত, আজ থেকে সিমনা ব্রহ্মকুণ্ড মেলা শুরু হচ্ছে। মোহনপুর সাব ডিভিশনের অন্তর্গত সিমনায় ওই মেলা অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী চলবে ওই মেলা। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে ওই মেলার উদ্বোধন হবে। কিন্তু মেলা শুরু হওয়ার প্রাক মুহুর্তে মেলার সাংস্কৃতিক মঞ্চের ডানদিকের সবজি বাজারে আছড়ে পড়ে বিশাল বট গাছ। তবে এতে কেউ হতাহত হননি।
এবিষয়ে মেলা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।কারণ, মেলা প্রাঙ্গন চত্বরে প্রশাসনিক সুযোগ সুবিধা নেই বললেই চলে। মেলা চত্বরে কয়েকজন টিএসআর জওয়ান ছাড়া দূর্যোগ মোকাবিলা কর্মী, দমকলকর্মী সহ অন্যান্যদের এখনো পর্যন্ত দেখা মিলে নি।