কৈলাসহর, ৩ মার্চ : গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে দুই রোহিঙ্গা নাগরিক কৈলাসহরে প্রবেশ করে। তারা কৈলাসহর থেকে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠে।
ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কৈলাসহর শহরের কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ ওই অটোকে থামিয়ে তল্লাশি চালায় এবং তাদের আটক করে।
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে কৈলাসহর থানার পুলিশ দুই রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে।