আগরতলা, ২ এপ্রিল : বিভিন্ন প্রকল্প থেকে অব্যায়িত অর্থরাশি নির্ধারিত সময়ের পর ফরতের বদলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবহারের দাবিতে লোকসভায় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া জানান, কেন্দ্রীয় ৫৪ টি মন্ত্রণালয়ের অধীনে ১০ শতাংশ গ্রস বাজেটারি সাপোর্ট (জিবিএস) সমস্ত কার্যবিধির উপরে নজর রাখে l উত্তর পূর্বাঞ্চলিয় রাজ্য গুলির সার্বিক বিকাশে একটি সম্মিলিত প্রচেষ্টা থাকে কেন্দ্রীয় সরকারের l বিগত ৩ বছরে কেন্দ্রীয় সরকারের ৫৪ টি দপ্তরের বরাদ্দ পরিসংখ্যান থেকে স্পষ্ট, যে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে ১০৬ শতাংশ অধিক বিনিয়োগ করা হয়ে গেছে l
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চলের কল্যানে শুধুমাত্র ডোনার মন্ত্রক নয়, সমগ্র কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের বিকাশের আন্তরিক দৃষ্টিতে কাজ করছে l নির্ধারিত অর্থ রাশিই শুধু নয়, আরও অতিরিক্ত বিনিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করছে l দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বিগত অর্থ বছরে ৫৪ টি মন্ত্রকের ৫১ হাজার কোটির বাজেট ছিল, কিন্তু খরচ করা হয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৭৪ কোটি l এর থেকেই প্রমাণিত টার্গেট পূর্ণ করাই শুধু নয়, এর অতিরিক্ত বরাদ্দের দিশায় কাজ করছে কেন্দ্রীয় সরকার l