আগরতলা, ২ এপ্রিল: মাদুরাই, তামিলনাড়ুতে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআইএম)-এর সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আজ সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তরে রক্তপতাকা উত্তোলন করা হয়।
দলীয় সমর্থকরা জানিয়েছেন, শুধুমাত্র ত্রিপুরা নয়, দেশের প্রতিটি কমিউনিস্ট পার্টির অফিসেই আজ দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কমিউনিস্ট নেতা ভানুলাল এক বিবৃতিতে জানান, এই কর্মসূচি দলের ঐক্য ও লড়াইয়ের প্রতীক।
উল্লেখ্য, সিপিআই(এম)-এর সর্বভারতীয় সম্মেলন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।